Wednesday, May 8, 2024
Homeজামালপুরঅসহায় কৃষকের ধান কেটে নিলো বন্দরৌহা গ্রামে প্রভাবশালী ফজলুগংরা

অসহায় কৃষকের ধান কেটে নিলো বন্দরৌহা গ্রামে প্রভাবশালী ফজলুগংরা

নরুন্দি প্রতিনিধি :জামালপুর সদর উপজেলা নূরুন্দিতে বন্দরৌহা গ্রামের মিলনের আনুমানিক ২/৩ বিঘা ফসলের জমি ধান কেটে নিয়ে গেছে প্রভাবশালী ফজলুল হকের লোকজন৷ গত ৪ ডিসেম্বর সোমবার সকাল বেলা ঘটনাস্থল সরজমিনে দেখা যায় মিলনের পরিবার অনাহারে অধহারে মানবেতর দিন কাটাচ্ছে৷ ফসলের জমি তার সংসারের একমাত্র অবলম্বন, সে অবলম্বন কে কেড়ে নিল প্রভাবশালী ফজলুল হক ও তার লোকজন৷ স্থানীয় লোকজন জানাই দীর্ঘ ৫০/৬০ বছর ধরে মিলনের বাপ দাদারা এই জমিতে ফসল আবাদ করে আসিতেছে সেই সুবাদে প্রভাবশালী ফজলুর চোখে পড়ে সহজ সরল মিলনের জমি টুকুর উপর৷ অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে জমি দখলে জন্য, স্থানীয় লোকজন মিলনের পক্ষে থাকায় দখল করতে পারে নাই৷ কিছুদিন আগে দুই পরিবারকে তলব করে নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলোচনা পর্যালোচনা পরে সিদ্ধান্ত নেয় যে কাগজে শুধু মিলনের তাই ফজলুর কে তাদের কাগজপত্র নিয়ে আসার জন্য দিন ধার্য করে কাগজপত্র না দেখানো পর্যন্ত ওই জমিতে কেউ যেতে পারবেনা বলে দুই পক্ষের অঙ্গীকার দেয় ফজলুল হক পরিবার কিন্তু অঙ্গিকার অমান্য করে লোকজন নিয়ে মিলনের জমিতে ধান খেতে প্রবেশ করে শালিসি অমান্য করে গত মঙ্গলবার মিলনের ধান খেত থেকে ধান কেটে নিয়ে যায় ফজলুগংরা৷ মিলন দিশেহারা হয়ে এ বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করলে সে বিষয়টি দেখবে এবং মৌখিক ভাবে ফজলুকে তলব করে৷ ফজলুগংরা এলাকার প্রভাবশালী হওয়ায় তার ক্ষমতার দাপটে মিলনের মত আরো কয়েকজন কৃষকের ধান কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ইউপি সদস্য হারুন রশিদ বলেন মিলন আমাকে ধান কাটার বিষয় অবহিত করেছে আমি উক্ত বিষয়ে চেয়ারম্যান সাথে কথা বলে ব্যাবস্থা গ্রহন করিবো৷ এ ব্যাপারে মামলা প্রক্রিয়া দিন রয়েছে বলে জানা যায়।

Most Popular

Recent Comments