Thursday, May 2, 2024
Homeজামালপুরআমি নেতা হতে আসিনি, সেবক হতে এসেছি

আমি নেতা হতে আসিনি, সেবক হতে এসেছি

মোহাম্মদ আলী : নাম, যশ, খ্যাতি আল্লাহ তায়ালা আমাকে অনেক দিয়েছেন। সফলতা ও স্বার্থকতাও অনেক পেয়েছি। এখন আর কোনো চাওয়া পাওয়া নয়, জীবনের শেষ সময়টুকু জামালপুর ও জামালপুরবাসীর কল্যাণে ব্যয় করতে চাই। তবে, নেতা হতে নয়, সেবক হতে এসেছি । তার জন্য আপনাদের সমর্থন চাই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অনুগ্রহ করে আগামী ৭ তারিখ আমাকে নৌকায় ভোট দিন। গত মঙ্গলবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপরের কথাগুলো বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতভ্য বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসনের এমপি প্রার্থী প্রার্থী, শেখ হাসিনার বিশেষ ভাজন, স্মর্ট ও সমৃদ্ধ জামালপুর গড়ার স্বপ্নদ্রষ্টা, আলোকিত মানুষ, মোঃ আবুল কালাম আজাদ। প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, এড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক. বিজন কুমার চন্দ, সাবেক জেলা প্রশাসক, শাহাবুদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌর মেয়র. ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক. জাফর ইকবাল জাফু, সহ-সাধারণ সম্পাদক. সালেহ সফি গেন্দা, জেলা আওয়ামী লীগের সদস্য, এস জামানসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন, জামালপুর প্রেসক্লাব সভাপতি. হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক. লুৎফর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জামালপুরের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান ও তাদের রাস্তাঘাটের উন্নয়নসহ বেকার সমস্যা সমাধান কল্পে প্রার্থীর ভবিষ্যত করণীয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন নৌকার প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ।

Most Popular

Recent Comments