Sunday, May 5, 2024
Homeজামালপুরআলগারচরে "যুবরাজ" ভুট্টার বাম্পার ফলন

আলগারচরে “যুবরাজ” ভুট্টার বাম্পার ফলন

রশিদুল আলম শিকদার ; গত ১৯ শে মার্চ দেওয়ানগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগারচর বালিকা বিদ্যালয় মাঠে প্রায় ৩০০ জন ভুট্টা চাষীদের নিয়ে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে, ব্র্যাকের হাইব্রিড ভুট্টা বীজ “যুবরাজ” এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সিনিয়র টেরিটোরি সেলস্ অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের রিজিওনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মোঃ সেলিমুর রহমান, উপস্থিত ছিলেন কোয়ালিটি কন্টেলার রঞ্জিত কুমার, পিডিএফ অফিসার মোঃ নাজমুল হোসেন সহ স্থানীয় বীজ ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, মোঃ সুমন মিয়া,মোহাম্মদ আলী সহ স্থানীয় ভুট্টা চাষীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সেলিমুর রহমান জানান, ব্র্যাক সিডের বাজারজাতকৃত “যুবরাজ” ভুট্টাটি অন্য যে কোন জাতের চেয়ে ১৫ দিন আগাম, তাই অন্য ফসল ১৫ দিন আগে লাগানো যায় এবং বাজার মূল্য বেশি পাওয়া যায়। দানার রং উজ্জল কমলা বর্নের রেকেশ চিকন, দানা বড় হওয়ায় ফলন বেশি পাওয়া যায়। এই জাতটি সঠিক ব্যবস্থাপনায় চাষাবাদ করলে বিঘায় ৩৩ শতাংশে ৫৫-৬০ মন পর্যন্ত ফলন পাওয়া যায়। তিনি আরও বলেন ব্র্যাক সিড ভুট্টা নিয়ে গবেষণা করে নিত্য নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষকের মাঝে উন্নত মানের বীজ প্রদানে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Most Popular

Recent Comments