Wednesday, May 8, 2024
Homeজামালপুরইসলামপুরে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইসলামপুরে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্য়ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ২৭ নভেম্বর এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে আমন সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ানুল হক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন,মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৩/২৪ অর্থ বছরে ৩৬৯ মেট্রিক টন চাল ও ১৯ শত ১৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ৩১টি মিল মালিক চাল সরবরাহ করবেন। প্রতি কেজি ধানের সরকারি ৩০ টাকা ও চালের সরকারি ৪৪ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২১ নভেম্বর থেকে অভ্যান্তরীন আমন সংগ্রহ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে।

Most Popular

Recent Comments