Friday, May 3, 2024
Homeজামালপুরউদ্বোধনের অপেক্ষায় ৫০ গ্রামের মানুষের স্বপ্নের দৃষ্টিনন্দন খরকা ঝিল সেতু

উদ্বোধনের অপেক্ষায় ৫০ গ্রামের মানুষের স্বপ্নের দৃষ্টিনন্দন খরকা ঝিল সেতু

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উদ্বোধনের অপেক্ষায় ৫০ গ্রামের মানুষের স্বপ্নের খরকা ঝিল সেতু। সেতুটিকে ঘিরে এখন আশার আলো দেখছেন প্রায় ১ লক্ষাধিক মানুষ। মাদারগঞ্জ উপজেলা পরিষদ হেডকোয়াটার থেকে মির্জা আজম খরকা ঝিলের উপর নির্মিত সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেতুটি নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী। ২০২০ সালের শুরুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সুত্রে জানা যায়,ভায়াডাক্টসহ ২৬০ মিটার দৈর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় বরাদ্দ দেওয়া হয় ২৩ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকা। ঠিকাদারি কাজ পায় চৌধুরি এন্টার প্রাইজ। আগামী নভেম্বর এ কাজের মেয়াদ শেষ হবে। গত শুক্রবার ২০ অক্টোবর বিকেলে সরজমিন গিয়ে দেখা যায়,উদ্বোধনের আগেই দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষদের আগমন ঘটছে। বিকালে ভ্রমণ পিপাসুদের আনাগোনায় মুখরিত হয় এই সেতু এলাকা। সেখানে কথা হয় কয়েকজনের সাথে। সোহাগ পাঠান নামে এক যুবক দৃষ্টিনন্দন সেতুটি দেখতে এসেছেন মাদারগঞ্জ উপজেলার সিমানা ঘেষা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার টেংড়াকুড়া এলাকা থেকে। জান্নাত মিতু নামে এক তরুনীকে জিজ্ঞাসা করলে তিনি জানান তার বাড়ি সেতু এলাকা থেকে ২০ কিলোমিটার দুরে। ফেসবুকের মাধ্যমে দেখে তিনি সেতুটি দেখতে এসেছেন। বালিজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সর্দার আব্দুল হাই বলেন,যখন এই সেতুটি ছিল না তখন আমাদের তারতাপাড়া থেকে উপজেলা পরিষদ চত্বর ও জরুরি সেবা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হত নৌকা পারাপারে। এতে আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতাম। এখন সেতুটি নির্মাণ হওয়ায় আমরা সহজেই ও খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলা পরিষদ চত্বরে পৌছে যাচ্ছি। সেতুটি নির্মাণ করায় আমাদের সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপিকে আমার গ্রাম তারতাপাড়াবাসীর পক্ষে ধন্যবাদ জানাই।মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, মির্জা আজম খরকা ঝিলের উপর নির্মিত সেতুটির কাজ ৯৮% ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করা যাচ্ছে নভেম্বের মাসেই আমরা সেতুটির উদ্বোধন করতে পারবো। তিনি আরও বলেন,সেতুটির পাশে সংযোগ সকল খানাখন্দ রাস্তাগুলিও সংস্কার করার জন্য আমাদের পক্ষ থেকে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সেই প্রস্তাবের অনুমোদন পাওয়া যাবে।

Most Popular

Recent Comments