Monday, May 20, 2024
Homeআন্তর্জাতিকউপহারবাক্সে গ্রেনেড, বিস্ফোরণে ছেলেসহ নিহত ইউক্রেনীয় কমান্ডার

উপহারবাক্সে গ্রেনেড, বিস্ফোরণে ছেলেসহ নিহত ইউক্রেনীয় কমান্ডার

জন্মদিনের উপহারবাক্সে পাঠানো গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন ইউক্রেনের সেনা বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা এবং বাহিনীর অন্যতম একজন কমান্ডার ও তার শিশুপুত্র। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন জেনারেল জালুঝনি।

টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইউক্রেনীয় বাহিনীর অন্যতম কমান্ডার এবং আমার সহকারী মেজর গেনান্দি চাস্তিয়াকভ ও তার শিশু সন্তান (ছেলে) নিহত হয়েছেন। তার জন্মদিনের উপহারবাক্সে কেই বোমা ভরে রেখেছিল, সেটি বিস্ফোরণেই মৃত্যু হয়েছে তার।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘ওই দিন ছিল মেজর চাস্তিয়াকভের জন্মদিন এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, চাস্তিয়াকভের ছেলে বাড়ির দরজার বাইরে থেকে একটি উপহারের বাক্স এনে তার বাবার সামনে এনে সেটি খুলেছিল।’

‘খোলার পরে সে গ্রেনেডটি দেখতে পায় এবং সেটি নিয়ে খেলা শুরু করে। এ সময় চাস্তিয়াকভ তার ছেলের হাত থেকে গ্রেনেডটি ছিনিয়ে নেওয়ার সময় কোনোভাবে সেটির পিন খুলে যায় এবং পিতা ও শিশুপুত্র— উভয়ের মৃত্যু ঘটে।’

পুলিশ জানিয়েছে, উপহারের সেই বাক্সে মোট তিনটি গ্রেনেড ছিল এবং ইউক্রেনীয় সেনা বাহিনীর একজন সেনা সদস্য সেটি পাঠিয়েছিলেন। ওই সেনা সদস্যকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের ঘটনায় কয়েক ধরে বছর টানোপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

গত প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে সামরিক ও বেসামরিক মিলিয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নিহত মেজর চাস্তিয়াকভ ইউক্রেনীয় বাহিনীর অন্যতম সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কমান্ডার ছিলেন বলে টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল জালুঝনি।

সূত্র : এএফপি

Most Popular

Recent Comments