Sunday, May 12, 2024
Homeআইটিএবার টুইটারে পাওয়া যাবে প্রিয়জন!

এবার টুইটারে পাওয়া যাবে প্রিয়জন!

আগামী বছরের মধ্যেই মাইক্রো ব্লগিং সাইট এক্স বা টুইটারকে ‘পুরোপুরি ডেটিং সাইট’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন ইলন মাস্ক। গত নভেম্বরে টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মকে ঘিরে তিনি নতুন নতুন উদ্যোগ নিয়েছেন। টুইটারের লোগো পরিবর্তন, সাবস্ক্রিপশন, নতুন নীতিমালা ছাড়াও অনেক কাজ করছেন এই ধনকুবের। 

টুইটারের ডেটিং অ্যাপও আসবে। যেখানে টিন্ডারের মত ফিচারও থাকবে বলে জানিয়েছেন এক্স প্রধান। ব্যবহারকারীদের মাঝে ডেটিং অ্যাপের ভালো চাহিদা রয়েছে বলেই ইলন মাস্ক টুইটারে এমন সুবিধা যোগ করবেন।

বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, সময়ের চাহিদা মতোই নানা ফিচার আনতে চান মাস্ক। তাই ডিজিটাল ব্যাংকিং বা ডেটিং অ্যাপ সবকিছুই এক ছাতার নিচে আনতে চাইছে এক্স। শুক্রবার থেকেই এক্স প্ল্যাটফর্মে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান এসেছে। প্রিমিয়াম প্লাস নামের এই প্ল্যানে বিজ্ঞাপন ছাড়াই সব সুবিধা পাওয়া যাবে।

জানা গেছে, ২০২৪ সালের মধ্যেই ডেটিং অ্যাপের ফিচার চলে আসবে টুইটারে। তবে ব্যবহারকারীদের বেশ খরচ করতে হবে টুইটারের নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য। তবে ঠিক কী কী ফিচার পাওয়া যাবে এক্স এর ডেটিং অ্যাপে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে মেটাকে টেক্কা দিতে ‘এক্স’-এ অডিও-ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা দেন ইলন মাস্ক। আইওএস বা অ্যান্ড্রয়েড সব ধরনের ফোনেই মিলবে নতুন অডিও-ভিডিও কলের সুবিধা। এছাড়াও ডেস্কটপ বা ম্যাকবুকের মতো গ্যাজেট থেকেও ব্যবহারকারীরা কল করতে পারবেন। ডিএম বা ডাইরেক্ট মেসেজ অপশন থেকেই এ কল করা যাবে। 

এদিকে কল করলেও ব্যবহারকারীদের ফোন নম্বর কেউ জানতে পারবেন না। তবে গ্রুপ চ্যাট করা যাবে কিনা বা এই কল রেকর্ড করা যাবে কিনা এখনো জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সব ব্যবহারকারীরাই এক্স থেকে কল করতে পারবেন।

Most Popular

Recent Comments