Monday, June 17, 2024
Homeজাতীয়‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রের খসড়া কপি অবলোকন করলেন প্রধানমন্ত্রী

‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রের খসড়া কপি অবলোকন করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ডকুমেন্টারি ‘কলকাতায় মুজিব’-এর খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মে) গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি দেখেন তিনি।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে। সে বিষয়কে উপজীব্য করেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

প্রধানমন্ত্রী ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি অবলোকন করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।

বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ– এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এ শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রতে ক্যামেরাবন্দি করছেন গৌতম ঘোষ।

‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি নির্মাণ করা হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজনায়।

Most Popular

Recent Comments