Saturday, May 18, 2024
Homeরাজনীতিগণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বিশ্বে প্রথম ইমেইল প্রক্রিয়াতে ৭ টি বাড়ির...

গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বিশ্বে প্রথম ইমেইল প্রক্রিয়াতে ৭ টি বাড়ির নামকরণ ও প্রতিষ্ঠা এবং উদ্বোধন করলেন

গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বিশ্বে প্রথম ইমেইল প্রক্রিয়াতে ৭ টি বাড়ির নামকরণ ও প্রতিষ্ঠা এবং উদ্বোধন করলেন ১৬ ডিসেম্বর গণতন্ত্রের মহারাজার বাড়িতে বিবিএফ পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ১৬ ডিসেম্বর গণতন্ত্রের রাণীর বাড়িতে বিবিএফ পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ৭ টি বাড়ির নামকরণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন করলেন ঈশ্বরগঞ্জ সহিলাটি গ্রাম দক্ষিণ পাড়া গ্রামে। উপস্থিত ছিলেন world love flag Father, গণতন্ত্রের মহারাজা, love Nobel Prize winner ২০২৩, world love flag humanity King মোহাম্মদ সাইদুল ইসলাম, world love flag mother, গণতন্ত্রের মহারাণী, love Nobel Prize winner- 2023, world love flag humanity Queen -2023 মোছাম্মদ মাতিয়া খাতুন এবং গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ এর ছোট ভাই বোন উপস্থিত ছিলেন। সাতটা বাড়ির নামকরণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ আঠার বাড়ির সহিলাটি গ্রামে এবং নান্দাইল উপজেলার মধ্যে বাঁশহাটি গ্রামে। বাড়ির নাম ১/ মহারাজার বাড়ি ২/গণতন্ত্রের মহারাণীর বাড়ি ৩/ গণতন্ত্রের রাজার বাড়ি, ৪/ গণতন্ত্রের রাণীর বাড়ি ৫/ গণতন্ত্রের আলোর বাড়ি ৬/ গণতন্ত্রের বন্ধুর বাড়ি এবং গণতন্ত্রের হিরোর বাড়ি। ইমেইল ডিজিটাল প্রক্রিয়াতে বিশ্বে প্রথম ৭ টি বাড়ির নাম করণ, আত্ম প্রকাশ এবং উদ্বোধন করেন গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ৭ টি বাড়ির নাম করণ, প্রতিষ্ঠা এবং উদ্বোধন করার পর ১৬ ডিসেম্বর বিবিএফ পার্টির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সাতটি বাড়ির নামের ইমেইল ডিজিটাল প্রক্রিয়াতে গণতন্ত্রের মহারাজার বাড়ি ঈশ্বরগঞ্জ আঠার বাড়ির সহিলাটি গ্রামে। গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, ভবিষ্যতে বিবিএফ পার্টি আমরা দেশ পরিচালনা করবো প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছি, বিবিএফ পার্টি সরকার গঠন করবো তখন আমরা সারা দেশে প্রতি বিভাগে প্রধানমন্ত্রী দিবো এবং রাষ্ট্র পতি দিবো। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ দুইটি সংগঠনের ও আত্ম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেসবুক শান্তিসংঘ, ইন্টারন্যাশনাল ইউটিউব শান্তিসংঘ। মূলত দুইটি সংগঠন বিবিএফ পার্টির প্রচার ও প্রকাশ করা সহ বিভিন্ন কার্যক্রম এর ভূমিকা পালন করবে। দুটি সংগঠন ইন্টারন্যাশনাল ফেসবুক শান্তিসংঘ এবং ইন্টারন্যাশনাল ইউটিউব শান্তিসংঘ সংগঠন পক্ষ থেকে বিবিএফ পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করেছে। বিবিএফ পার্টির প্রধান কার্যালয় ঈশ্বরগঞ্জ আঠার বাড়ির সহিলাটি গ্রামে গণতন্ত্রের রাজার বাড়ি এবং নান্দাইল উপজেলার মধ্যে বাঁশহাটি গ্রাম গণতন্ত্রের বন্ধুর বাড়িতে। শাখা কার্যালয় রাজধানী ঢাকাতে নির্ধারণ করা হয়েছে। বিবিএফ পার্টি ৬ টি শাখায় কমিটির নেতাদের কে শাখার লিডার বলা হবে বলে জানান। বিবিএফ পার্টি ডিজিটাল বীরপারসন, ডিজিটাল স্মার্ট পারসন এবং ডিজিটাল পারসন তিনটা গুরুত্বপূর্ণ পদবী। ৬ টি শাখায় গুরুত্বপূর্ণ পদবী শাখা লিডার। বিবিএফ পার্টি ২২ টি অঙ্গ সংগঠন এর নাম ঘোষণা করা হয়েছে।আমি সারা দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে সব মানুষ কে ইন্টারন্যাশনাল ফেয়ার ভোটিং ডে দিয়েছি কিন্তু এদেশের ক্ষমতা শালী হিজড়া লীগে গুম খুন হত্যা করে থাকে এবং সারা দেশে গুম খুন হত্যা দিবস দিয়েছে, কোন গুম খুন হত্যার কোন বিচার হচ্ছে না কারণ আসলে হিজড়া শাসক ক্ষমতা থেকে গুম খুন হত্যা করায়ে থাকে। সারা দেশের মানুষ কে প্রতিবন্ধী ধারণাতে হিজড়ারা ভোট চুরি করে থাকে, দেশে কোন ভোট চোর দের বিচার নাই কারণ হিজড়া শাসক ক্ষমতাবান ১৬ ডিসেম্বর বিজয়ে দিবসে আমি ঘূর্ণা জানাচ্ছি ভোট চোর গুম খুন হত্যা দিবস দিয়েছে কুখ্যাত ভোট চোর শাসক কে এবং ভোট চোর লীগকে।

Most Popular

Recent Comments