Sunday, May 19, 2024
Homeখেলাধুলাচোখে না দেখলেও বল করতে পারবেন সাকিব

চোখে না দেখলেও বল করতে পারবেন সাকিব

চোখের সমস্যার কারণে মাঠে নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে হিমশিম খেতে হয়েছে সাকিব আল হাসানকে। রংপুর রাইডার্সের হয়ে কয়েক ম্যাচে তিনি ব্যাটিংয়েই নামেননি, তবে পরের কয়েকটিতে ব্যাটে তাকে বেশ স্বচ্ছন্দ দেখা গেছে। তবে চোখে সমস্যা নিয়েও বল হাতে অসুবিধায় পড়তে হয়নি টাইগার অলরাউন্ডারকে। সে বিষয়টিই আবার মনে করিয়ে দিলেন রংপুরের সাকিবের বিদেশি সতীর্থ জেমস নিশাম।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। এ সময় সাকিবের চোখের সমস্যার কথা উঠলে তিনি বলেন, ‘আসলে এটি (চোখের সমস্যা) সম্ভবত তাকে সাহায্য করছে (হাসি)। এক চোখে খেলাটা তার কাজ সহজ করে দিয়েছে আরও। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখের কী সমস্যা হয়েছে। সে যা করছে, তা–ই ভালো হচ্ছে।’

 
এক চোখই সাকিবকে সাহায্য করছে কি না এমন প্রশ্নের জবাবে নিশাম বলেন, ‘হয়তো (হাসি)। যদি সে চোখে নাও দেখে, তাহলেও সে বল করতে নেমে যাবে।’

সাকিবকে নিয়ে নিশাম আরও বলেন, ‘সে দারুণ করছে আমাদের হয়ে। সে অন্যতম সেরা ব্যাটার এবং একইঙ্গে অন্যতম সেরা বোলারও। দলের জন্য এটি বাড়তি সুবিধা। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো করেছে। আশা করি সে ফাইনাল পর্যন্ত এটা ধরে রাখতে পারবে।’

উল্লেখ্য, বিপিএলের দশম আসরের প্রথম রাউন্ড প্রায় শেষ পর্যায়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবার শীর্ষে আছে সাকিবদের দল রংপুর। ৯ ম্যাচে সাত জয় নিয়ে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের শেষ ৬ ম্যাচেই টানা জয় পেয়েছে রংপুর। যেখানে শেষ তিনটিতে সাকিব অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে যথাক্রমে ৩৪ (২০ বল), ২৭ (১৬ বল) ও ৬৯ রান (৩১ বল) করেছেন তিনি। এছাড়া বল হাতে চলতি বিপিএলের ৮ ম্যাচে সাকিব ১৩ উইকেট শিকার করেছেন।

Most Popular

Recent Comments