জামালপুরের ৫ এমপির ৪ জনের বিরুদ্ধে মামলা বাদ শুধু নুর মোহাম্মদ

মোহাম্মদ আলী : জামালপুর জেলার ৫টি আসনের ৪ এমপির বিরুদ্ধে হত্যাসহ দুর্নীতির মামলা হয়েছে। বাদ রয়েছেন নুর মোহাম্মদ ! মামলার বোঝা মাথায় নিয়ে অন্যান্য এমপি মন্ত্রীরা পলাতক থাকলেও নুর মোহাম্মদ নাকি থাকেন ঢাকার বাড়িতে!
সংবাদ মাধ্যমসূত্রে প্রকাশিত তথ্যমতে, গত ৫ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর সারাদেশে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হত্যা দুর্নীতিসহ নানা মামলা হয়েছে। বাদ যায়নি জামালপুর জেলাও। এজেলার ৫টি আসনের ৪টির সাবেক এমপির বিরুদ্ধে দুর্নীতি ও হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। তাদের মধ্যে ৫ আসনের সাবেক এমপি, আবুল কালাম আজাদ সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। ৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুর রশিদও মামলা আসামি হয়ে পলাতক রয়েছেন। ৩ আসনের ৭ বারের সাবেক এমপি, মির্জা আজম দুর্নীতি ও বিডিআর হত্যা মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন। ২ আসনের সাবেক এমপি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এর বিরুদ্ধে হয়েছে দুর্নীতির মামলা। শুধু ১ আসনের সাবেক এমপি নুর মোহাম্মদ বিরুদ্ধে এখনো মামলার তথ্য পাওয়া যায়নি।
তার একসময়ের রাজনৈতিক সহযোগী, জনৈক সাবেক জনপ্রতিনিধি জানান, নুর মোহাম্মদ এর বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। তিনি আছেন ঢাকার বাসায়!