Thursday, May 2, 2024
Homeজামালপুরঝিনাইগাতী সদর হাসপাতালে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবায় আরেক ধাপ এগিয়ে

ঝিনাইগাতী সদর হাসপাতালে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবায় আরেক ধাপ এগিয়ে

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী সদর হাসপাতালে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবায় আরেক ধাপ এগিয়ে গভীর পরিচর্যায় সেবা প্রদান করছেন চৌকসের একটি মেডিকেল টিম। আজ সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহার নেতৃত্বে এক গর্ভবতী মায়ের সিজার করে সন্তান প্রসব করনো হয়। রোগীর আত্বীয় স্বজনরা জানান ডেলিভারির তারিখ অতিক্রম করায় তাকে তৎক্ষণাৎ সিজারের সিদ্বান্ত গ্রহণ করেন ডাক্তাররা। তার পরিপ্রেক্ষিতে আমরা শেরপুর জেলায় না গিয়ে ডাক্তারদের আশ্বাস ও সেবার প্রতিশ্রুতি দিলে আমরা রাজি হয়ে সিজারের মতামত পোষণ করি। তারা দ্রুত যে সেবা দিয়েছে আমরা অত্যান্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করি অপারেশন থিয়েটারে কার্যক্রম পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ডা: মায়া হোড়, ডা: ফাতেমা,ডা: নূর সহ চৌকসের নার্সিং এর একটি দল। এ ব্যাপারে ডা: রাজীব সাহা জানান ঝিনাইগাতীতে নরমাল ডেলিভারি সহ সিজার অত্যান্ত যতœ সহকারে সেবা দিয়ে গর্ববতী মায়েদের অন্যান্য পরামর্শ দেয়া হয়। রোগীদের আস্থা কম থাকায় এদিক সেদিক ছুটাছুটি করে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ সহ হয়রানির শিকার হয়ে থাকেন। ঝিনাইগাতীতে গর্ভবতী মায়েদের সেবা দিতে আমরা বদ্ধ পরিকর বলে জানান এই কর্মকর্তা।

Most Popular

Recent Comments