জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আদিবাসী দিবস পালিত

নিজস্ব সংবাদদাত : ‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে গত ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। উন্নয়ন সংঘ-সিডস কর্মসূচির উদ্যোগে জামালপুর জেলার সদর উপজেলা, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন সংলাপ কেন্দ্র ভিত্তিক আদিবাসী দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উনুষ্ঠিত হয়। কেন্দুয়া ইউনিয়ন এর সাতকুড়া গ্রাম এবং তিতপল্লা ইউনিয়ন এর লোহুড়া গ্রামে আলাদা আলাদা ভাবে বিভিন্ন কমসুচির মধ্য দিয়ে জাকজমকপূণ ভাবে দিবসটি উদযাপন করা হয়। আনুষ্ঠানে কিশোরী, কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউপি সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ করা হয়। কিশোরীদের পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের সদস্য বেদেনা বেগম, কমিটির সদস্য মায়ারানী এবং ননী মিয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম ও কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম। দেওয়ানগঞ্জ উপজেলায় সংলাপ কেন্দ্র ভিত্তিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। হাতীভাঙ্গা ইউনিয়ন এর আচ্ছাকান্দি গ্রাম এবং চর আমখাওয়া ইউনিয়ন এর সবুজপাড়া গ্রামে আলাদা আলাদা ভাবে বিভিন্ন কমসুচির মধ্য দিয়ে জাকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হয়। আনুষ্ঠানে কিশোরী, কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। আলোচনা সভা, শোভাযাত্রা ও আদিবাসী গানের সাথে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিতি হয়। বিজয়ী কিশোরীদের পুরস্কার প্রদান করা হয়। জেলার ইসলামপুর উপজেলায় গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে উন্নয়ন সংঘের আওতায় ২টি সংলাপ কেন্দ্রে ( বলিদাপাড়া ও বাহাদুরপুর কিশোরী সংলাপ কেন্দ্রে) বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসে র‌্যালী, দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন ৬৩ নং নাপিতের চর স. প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছ: ইয়াসমিন বেগম। দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়েও আলোচনা করেন মোছ: ইয়াসমিন বেগম।উপজেলা সমন্বয়কারী মো: রবিউল এমরান, এফএফ রাব্বি আক্তারস সিডস কর্মসূচির সংলাপ কেন্দ্রের সহায়করা উপস্থিত ছিলেন।