নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কম্পিউটার ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার ১৬মে রাত ১০ টার দিকে সদরের নরুন্দি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আটকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার সাইদুর ইসলামের ছেলে জকিরুল ইসলাম (১৫), একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮), রফিকুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২০), নুরুল ইসলামের ছেলে রাকিব হাসান (১৮), বিল্লাল হোসেনের ছেলে মো. শিহাব উদ্দিন ও একই উপজেলার ডোওয়াখোলা এলাকার দুদু মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরধরে মুক্তাগাছা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে মারার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের ওই ছয় সদস্য পিয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী কম্পিউটার ট্রেনে ওঠেন। ট্রেনে তাকে খোঁজে না পেয়ে নরুন্দি রেলওয়ে স্টেশনে নেমে পড়েন। নরুন্দি রেলওয়ে স্টেশনে কিশোর গ্যাংয়ের ওই ৬ সদস্য ট্রেনের বগিতে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় ওই ট্রেনে থাকা যাত্রীরা আতংকে ট্রেনের জানালা বন্ধ করে দেয়। ট্রেনের জানালা বন্ধ করার বিষয়টি ওই স্টেশনের পোটার দুলাল মিয়ার নজরে আসে। পরে ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দিলে স্থানীয় কয়েকজন যুবক ট্রেনের বগিতে কোপানোর বিষয়টি ওই স্টেশনের পোটার দুলাল মিয়াকে জানান এবং ওই ৬ জনকে আটক করেন। পরে পোটার দুলাল মিয়া সহকারী স্টেশন মাস্টার মফিজুর রহমান খানকে বিষয়টি জানান। সহকারী স্টেশন মাস্টার তাদেরকে ডাকতে বলেন। পরে তিনি তাদের ডাকতে গেলে তারা আসতে চায় না। পরে স্থানীয় যুবকরা এবং ওই পোটার দুলাল মিয়া তাদেরকে আটক করে সহকারী স্টেশন মাস্টারের কাছে নিয়ে আসেন। পরে ওই ৬ যুবকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করেন।