Saturday, May 4, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে জেসমিনের জেন্ডার বিষয়ক দিনব্যাপী কর্মশালা

দেওয়ানগঞ্জে জেসমিনের জেন্ডার বিষয়ক দিনব্যাপী কর্মশালা

দেওয়ানগঞ্জ সংবাদদাত : জামালপুরের দেওয়ানগঞ্জে নারী পুরুষের সমতা, ন্যায্যতা এবং প্রতিটি ইতিবাচক কাজে বিশেষ করে কৃষি কাজে নারীদের অংশগ্রহণ এবং মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে পরিবার ও সমাজে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে ম্যান কেয়ার এপ্রোচ বিষয়ে দেওয়ানগঞ্জে সরকারের কৃষি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিস সভা কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আলমগীর হোসেন। ম্যান কেয়ার এপ্রোচ বিষয়ক কর্মশালায় উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ এর বাস্তবায়নে, জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভ নিউট্রিশন (জেসমনি) প্রকেল্পর আওতায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ম্যান কেয়ার এপ্রোচ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমার সভাপতিত্বে এবং উন্নয়ন সংঘ কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন ও মনোয়ারা পারভীনের সঞ্চালনায় কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ বিষয়ের বিস্তারিত আলোচনা করেন।

Most Popular

Recent Comments