Friday, May 3, 2024
Homeজামালপুরজামালপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে জিলাপী ও ছোলাবুট জব্দ

জামালপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে জিলাপী ও ছোলাবুট জব্দ

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রীর খাদ্যমান বজায় রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো: এনামুল হক, জামালপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নিয়তি রাণী সাহা অভিযানে অংশ নেন। শহরের পাঁচরাস্তা, গেইটপাড় ও তমালতলা এলাকায় অবস্থিত বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রয়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পাঁচরাস্তা এলাকার আনিকা হোটেল এন্ড রেস্তোরায় অনিরাপদ ও রং মিশ্রিত জিলাপী এবং সরদারপাড়ায় সোহেল ইফতার বিক্রয় কেন্দ্রে বাসি ছোলাবুট পাওয়া যায়। পরে বিক্রয় অনুপযোগী এসব জিলাপী ও ছোলাবুট জব্দ করা হয় এবং বিক্রেতাদের সর্তক করা হয়। এছাড়াও নিরাপদ ইফতার সামগ্রী তৈরী ও বিক্রয় বিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। এই ধরণের অভিযান অব্যহত থাকবে, আজ সবাইকে সর্তক করা হলেও পরবর্তীতে জেল-জরিমানা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Most Popular

Recent Comments