Wednesday, May 1, 2024
Homeজামালপুরজামালপুরে বাবার করা মামলায় ছেলে কারাগারে

জামালপুরে বাবার করা মামলায় ছেলে কারাগারে

ভরণ-পোষণ না দেওয়ায় জামালপুরের মেলান্দহে বাবার করা মামলায় ছেলে মো. হাবিব সেককে (২৫) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার রাতে থানা মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। 

আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর এ আদেশ দেন। গ্রেপ্তার মো. হাবিব সেক ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, ‘বৃদ্ধ মা–বাবাকে মারধরের ঘটনায় বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতে পাঠানোর পরে কারাগারে পাঠিয়েছে আদালত।’ 

ভুক্তভোগী তোফাজ্জল বলেন, ‘ছেলে আমার জমি ও অর্থ–সম্পদ নিয়ে নিলেও আমাদের কোনো প্রকার ভরন–পোষণ ও চিকিৎসা খরচ দেয় না। কোন কিছু বলতে গেলে আমাদের মারধর করতে আসে। কয়েক দিন আগে কয়টা টাকা চাইতে গিয়েছিলাম, এ সময় আমাকে ধরে মারধর করছে।’

Most Popular

Recent Comments