Saturday, May 4, 2024
Homeজামালপুরজামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

জামালপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে রবিবার জামালপুরে যথাযোগ্যভাবে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। শহর প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডাঃ রোখশাত শাহরীন রুথী, বীর মুক্তযোদ্ধা সুজাত আলী ফকির, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সরিষাবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া। এর আগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিজিটাল সাদাছড়ি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতুনিধিরা অংশ নেন।

Most Popular

Recent Comments