জামালপুরের বকশীগঞ্জে ভিজিএফের ৩৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকাল ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ের একটি মার্কেটের গোডাউন থেকে এই চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জান্নাত।
মার্কেটটির মালিকানায় রয়েছেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর ইসলাম। উদ্ধার হওয়া চাল বকশীগঞ্জ থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মতো বকশীগঞ্জ পৌরসভার দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১১ বস্তায় ৩৩০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হলেও কাউকে পাওয়া যায়নি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, ‘চালগুলো বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে উপজেলা প্রশাসন ছাড়াও বকশীগঞ্জ থানা–পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিল।