নিজস্ব সংবাদদাতা ; জামালপুর সরদার পাড়ায় অবস্থিত সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের/২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল গত ৩১ ডিসম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আকাবা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মোঃ মিছবাহুর রহমান কাওসারের সভাপতিত্বে অফিস এস্কিকিউটিব মণিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, অত্র মাদরাসার পরিচালক মন্ডলীর সদস্য মাওঃ মোঃ সাঈদ বিন আকবর, আশরাফুল ইসলাম বুলবুল, নাজমুল হক মাসুদ, অধ্যাপক মামুনুর রশিদ, মোঃ কুদরত, শিক্ষক ওমর আলী, সাইফুল ইসলাম প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোঃ জুলফিকার আলম, আহামদ আলী, লোকমান হোসেন ও ওমর আলী।