জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ইসলামপুর সংবাদদাতা : জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্র“ভড নিউট্রিশন (এঊঝগওঘ) প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার ৭ আগস্ট উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে এবং মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ২য় সাধিপাটি গ্রামে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। শিশুর পুষ্টির জন্য মাতৃদুগ্ধের গুরুত্ব বিষয়ে এলাকাবাসীকে সচেতন করার উদ্দেশ্যে এই দিবস উদযাপন করা হয়। জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ.এ.এম আবু তাহের, স্থ্যস্থ্য পরিদর্শক ইনচার্জ মনোয়ারা বেগম, জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসানসহ আরো অনেকে। উক্ত সচেতনতামূলক সভায় ইসলামপুর ও মেলান্দহ উপজেলার উৎপাদক দলের নারী সদস্য, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা সহ দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।