Thursday, May 2, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে আসন্ন ইরি বোরো মৌসুমে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা

ঝিনাইগাতীতে আসন্ন ইরি বোরো মৌসুমে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আসন্ন ইরি বোরো মৌসুমে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। হিমেল হাওয়া কনকনে শীতকে উপেক্ষা করে ভোরবেলা থেকে কৃষকরা মাঠে কাজ করছেন। ধানের চারা রোপণে মাঠে পানি দিয়ে পরিচর্যা করে উপযুক্ত করে তোলা হচ্ছে কৃষকদের জমি। বিজ রোপণে কাজের লোক প্রতিদিন ৬০০ থেকে ৭০০শ টাকা করে দিন হাজিরা দিয়ে জমিতে ধানের বীজ রোপণ করা শুরু করছে কৃষকরা। এই উপজেলায় ধান উৎপাদন করে ৮০ পার্সেন্ট কৃষক জীবিকা নির্বাহ করে সাংসারিক কাজে খরচ করে থাকেন। ইরি বোরো মৌসুমে খরচ সংগ্রহ করত অনেক কৃষক স্থানীয় ব্যাংক থেকে চুক্তি ভিত্তিক ঋণ গ্রহণ করে আবাদ করছেন। এবার ঝিনাইগাতী উপজেলায় ইরি বোরো লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬শ ২২ হেক্টর জমিতে ধানের চাষ করা হবে। কৃষক মোফাজ্বল হোসেন জানান বোরো মৌসুমে একর প্রতি ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়ে থাকে ধানের মুল্য বাজারে ভালো থাকলে কৃষকদের কিছু লাভ হয় নচেৎ ক্ষতিগ্রস্থ হতে হয় কৃষকদের। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান পুরোদমে ধানেরবীজ রোপণ শুরু হয়েছে। এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে আরো বেশী জমিতে বোরো আবাদের সম্ভাবনা রয়েছে উপজেলাতে বলে জানান।

Most Popular

Recent Comments