Thursday, May 2, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড

ঝিনাইগাতীতে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী সদরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুধের গুণগত মান যাচাইকালে পানি মিশ্রিত ভেজাল দুধ রাখার কারণে এক ব্যবসায়ী কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ম্যজিস্ট্রেট মো: আশরাফুল কবীর ও সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: ফয়জুর রাজ্জাক আকন্দ ঝিনাইগাতী বাজারে গত ১৮ মার্চ সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করলে দুধ বিক্রেতা পানি মিশ্রিত ভেজাল দুধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দিঘিরপাড় গ্রামের ছাবের আলীর পুত্র সাইদুল কে ৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় জব্দকৃত দুধ এতিমখানায় দান করা হয়।

Most Popular

Recent Comments