ঝিনাইগাতীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার সকালে উপজেলার আলহাজ্ব শফি উদ্দিন ডিগ্রী কলেজে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে গণতন্ত্র ও মানবাধিকার সূরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ইসলামি ইতিহাসের প্রভাষক শহিদুল ইসামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান দুলাল মিয়া। উদ্দেশ্য ও সংগঠনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান আলোচক হিসাবে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কলেজের অধ্যক্ষ সারোয়ার আলম, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, শাহ্ জামাল, মোরাদ হোসেন, আনিছুর রহমান সহ আরো অনেকেই। বক্তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও নারী/শিশু নির্যাতন রোধের উপর সবার দৃষ্ঠি রাখার আহব্বান রেখে দেশ গঠনে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে নারী/পুরুষরা অংশ গ্রহণ করে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলেন। শেষে শেরপুর জেলার সমন্বয়ক মাজেদুল ইসলাম মাজেদের সার্বিক পরিচালনায় সংগঠনের পক্ষ থেকে অতিথিদেরকে সনদ প্রধান করেন সংগঠনের চেয়ারম্যান দুলাল মিয়া।