Monday, May 6, 2024
Homeশেরপুরশেরপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর সংবাদদাতা : আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র আয়োজনে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৮ মার্চ সকাল ১১ টায় সদর উপজেলার বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আবুল হাসেম। বক্তব্য দেন, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক তাহমিনা জলি, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সাংবাদিক হারুনুর রশিদ, ফরিদ আহমেদ। স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় প্রকল্পের চলমান কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপসহ বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন মনিটরিং ও রিপোর্টিং অফিসার অন্যান্যা জ্যোতি। নাগরিক প্লাটফর্মের আগামি তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী, বীরমুক্তিযোদ্ধা মো, আব্দুর রহমান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম বাবুল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সালেহা ফেরদৌস, স্মার্ট বাংলাদেশ পুরুষ্কারপ্রাপ্ত আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, শহীদ মোস্তফা পাঠাগারের প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, আদিবাসী নেতা ও শিক্ষক যুগল কিশোর কোচ, নারী উদ্যোক্তা আইরিন পারভিন ও সানজিদা জেরিন প্রমূখ।

Most Popular

Recent Comments