ঝিনাইগাতীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বুধবার ও বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা কৃষি হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃণি অফিসার ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জহুরুল ইসলাম সহ আরো অনেকেই। এ সময় ইউএনও আশরাফুল আলম রাসেল কৃষকদের উদ্দেশ্যে বলেন বিভিন্ন প্রকারের বীজ ও রাসায়নিক সার কৃষি কাজে ব্যবহার করবেন। কেহ বাজারে বিক্রি করলে অমরা সংবাদ পেলে কঠোর ব্যবস্থা নিব । কৃষি সমৃদ্ধি দেশ হিসাবে প্রত্যেক কৃষকের পরিশ্রমের বিকল্প নেই। সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আহব্বান রাখন। দুইদিনে উপজেলার ৭টি ইউনিয়নের প্রান্তিক ১,৩১০জন কৃষকের মাঝে সার ও বীজ বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসাবে বিতরণ করা হয়।