ঝিনাইগাতীতে পরিবার সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ঝিনাইগাতী পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই সন্তানেই হবে বেশ” সূখী সমৃদ্ধ বাংলাদেশ” স্লোগান সামনে নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লাহ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্য থেকে উপ পরিচালক শেরপুর রায়হানূল ইসলাম, শেরপুর সহকারী পরিচালক মোখলেছুর রহমান, ঢাকা থেকে আগত প্রোগ্রাম অফিসার মিজানূর রহমান, ডা: আল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম সুরুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু বক্তব্য রাখেন। সম্মেলনে উপজেলার শশুর,শাশুড়ি,স্বামী ও স্ত্রী সহ চার ক্যাটাগরিতে ১০০জন অংশ গ্রহণ করেন। দিন ব্যাপী সম্মেলন শেষে মিজানূর রহমান ৪ ক্যাটাগরিতে ভাগ করে পরিবার পরিকল্পনা বিষয়ের উপর তিনটি করে প্রশ্ন ছুড়ে দেন সঠিক উত্তরদাতা প্রথম,দ্বিতীয়,তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এ সময় প্রধান অতিথি আব্দুল লতিফ মোল্লাহ পরিবার পরিকল্পনার সেবা নিশ্চিত করতে নিরাপদ মাতৃত্ব,প্রসবোত্তর পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আদর্শ পরিবার গঠন এবং মৃত্যুর হার ও সুস্থতা থাকার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।