Sunday, April 28, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা যাচাই

ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা যাচাই

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার দুপুরে উপজেলার সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পঠন যোগ্যতা ও গনিত বিষয়ের উপর মৌলিক দক্ষতা যাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম। জহুরুল হক মিলনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শেরপুর জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সহকারী শিক্ষা অফিসার শাহ রিয়ার পারভেজ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাসান প্রমুখ। মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা প্রতিপাদ্য নিয়ে উপজেলা পর্যায়ে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে বাংলা,ইংরেজী ও গনিত বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় প্রত্যেক শ্রেণী থেকে ৩জনকে বিজয়ী করা হয়। অনুষ্ঠান শেষে ২৭জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানের অতিথিরা ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথি এস,এম এ ওয়ারেজ নাইম প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া শিকক্ষকদের প্রতি মানসম্মত পাঠদানে আন্তরিক হয়ে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনযোগি করতে আহবান রাখেন।

Most Popular

Recent Comments