Monday, June 17, 2024
Homeদেশজুড়েজেলার খবরঝিনাইগাতীতে বন্যহাতি তাড়ানোর টর্চ লাইট বিতরণ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন

ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়ানোর টর্চ লাইট বিতরণ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে বন্যহাতি তাড়ানোর টর্চ লাইট বিতরণ ও হাতির উপদ্রবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে রাংটিয়া রেজ্ঞ কার্যালয়ের মাঠে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে বন্যহাতি তাড়ানোর জন্যে ৪০টি পরিবারের মাঝে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, রেজ্ঞ কর্মকর্তা আব্দুল করীম, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান রুকন, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথি এমপি বলেন আমি ইতিমধ্যে জাতীয় সংসদে হাতির উপদ্রব থেকে বাঁচতে কথা বলেছি। সিমান্তবাসীকে প্রশিক্ষণের ব্যবস্থা করে বন্যহাতি তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হাতি মানুষ যুদ্ধ নয় বন্ধুত্ব গড়ে তুলতে হবে বলে জানান। পরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ঝিনাইগাতী খাদ্যগুদামের আয়োজনে খাদ্যগুদাম কর্মকর্তা ওয়েদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে ও ধানহাটিতে ড্রেন সংস্কারের কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম।

Most Popular

Recent Comments