Friday, May 10, 2024
Homeশেরপুরঝিনাইগাতীর অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমন পিপাসুদের আগমন শুন্য কোঠায় পৌঁছেছে

ঝিনাইগাতীর অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমন পিপাসুদের আগমন শুন্য কোঠায় পৌঁছেছে

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমন পিপাসুদের আগমন শুন্য কোঠায় পৌঁছেছে । প্রতি বছর শীত কালীন সময়ে পর্যটকদের আগমনে পর্যটন কেন্দ্রটিতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই সময়ে গজনি অবকাশ কেন্দ্রের চারদিকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে স্কুল,কলেজ, সামাজিক সংগঠন সহ পরিবারবর্গরা পর্যটন কেন্দ্রের মনোরম দৃশ্যগুলো দেখতে ভির করতো। প্রতিদিন ব্যবসা বাণিজ্য করে দোকানদাররা সাচ্ছন্দে চলাচল করতো। নভেম্বর শেষে ডিসেম্বর ১০দিন অতিবাহিত হলেও ভ্রমন পিপাসুদের দেখা মিলছে না। পাশ্ববর্তী ৪/৫টি মটর সাইকেল ব্যাতীত পর্যটকদের দেখা মিলছে না। ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুর জেলার গজনি অবকাশ একটি সূপরিচিত ও উল্লেখযোগ্য স্থান হিসাবে ১৯৯৩ সাল থেকে পর্যটন কেন্দ্র হিসাবে যাত্রা শুরু করে। কোভিড-১৯ ভাইরাসে যখন সারাদেশ স্তদ্ধ তখন গজনি অবকাশ স্তদ্ধ হয়ে পড়ে। এর জের না কাটতেই এবার পর্যটকদর উপস্থিতি হ্রাস পাচ্ছে। ফলে জেলা প্রশাসন থেকে লিজ নেয়া সৌন্দর্য মন্ডিত বিভিন্ন দৃশ্যমান স্থানগুলোর ইজারাদারগণ বিপাকে পড়েছে। তাদের ব্যবসা বাণিজ্য অনেক লোকসান হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বর্তমান দেশে রাজনীতির পরিস্থিতি হরতাল,অবরোধ লাগাতার থাকা ও নিরাপত্তা অভাবের ফলে ভ্রমনপিপাসুদের উপস্থিতি হ্রাস পাচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। রাজনীতিবিদরা মনে করছেন দেশে রাজনীতির পরিবেশ শান্ত হয়ে গেলে আবারও পর্যটকদের আগমনে গজনি অবকাশ মুখরিত হয়ে উঠছে। এ ব্যাপারে শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান অবকাশ পর্যটন কেন্দ্রে নতুনত্ব অনেক দৃশ্য স্থাপিত হয়েছে । শীত মৌসুম শুরু হলো মাত্র পুরোদমে শুরু হলে ভ্রমনপিপাসুদের আগমন অনেক বৃদ্ধি পাবে বলে জানান জেলার এই সরকারী কর্মকর্ত।

Most Popular

Recent Comments