Wednesday, May 1, 2024
Homeখেলাধুলাতাইজুলকে নেওয়ায় ‘একটি দল’ হেসেছিল : তামিম

তাইজুলকে নেওয়ায় ‘একটি দল’ হেসেছিল : তামিম

বিপিএলে প্রথমবারের মতো শিরোপার মুখ দেখল ফরচুন বরিশাল। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য এই দল নিয়ে ছিল আলোচনা-সমালোচনা। কারণ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন বরিশালে। তাছাড়া তাইজুল ইসলামকে দলে ভেড়ানো নিয়েও আলোচনা হয়েছিল।

তবে মাঠের ক্রিকেটে বল হাতে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তাইজুল। বরিশালের হয়ে স্পিন বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে পাওয়ার প্লেতে বরাবরই ব্রেকথ্রু দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। যে কারণে দলটির অধিনায়ক তামিম ইকবাল শিরোপা জেতার পর জানালেন তাইজুলের এমন অবদানে দারুণ খুশি তিনি।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বলাটা হয়তো উচিত হবে না, তবে এটাই সঠিক সময় বলার। তাইজুলকে যখন ড্রাফট থেকে বাছাই করেছিলাম, তখন একটি দল হাসাহাসি করেছিল। তাতে আমার অনেক খারাপ লেগেছিল। কারণ একটি আন্তর্জাতিক ক্রিকেটারকে আমি দলে নেওয়ায়, আরেক পাশে একটি দল হাসাহাসি করছে। সে যেভাবে অবদান রেখেছে, তাতে আমি খুবই খুশি। এই পারফরম্যান্সের কারণে বিসিবিও তাকে পুরস্কৃত করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডেকে।’

শিরোপা জেতায় দলের পরিবেশ বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তামিম। বরিশাল অধিনায়ক বলেন, ‘আমাদের দলের বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষও। আমরা প্লে অফে আসতে পারব কি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারণে এটা করতে পেরেছি। আমি দলের মালিকের (বরিশালের সিইও) কথা বলবো, উনার সঙ্গে আমার দ্বিতীয়বার। উনার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটিং দিকে কোন ভাবে যুক্ত হননি।’

Most Popular

Recent Comments