Saturday, May 4, 2024
Homeজামালপুরতুলসীপুর কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল হাসানের দাফন সম্পন্ন

তুলসীপুর কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল হাসানের দাফন সম্পন্ন

এমএইচরশীদ : জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে অবস্থিত তুলসীপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল হাসান (হাশর ) আর নেই। তিনি গত ১১ অক্টোবর বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইন্না——-রাজিউন। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী দুই ছেলে সন্তান ভাই বেরাদার আত্মীয়দের সজনসহ অনেক গুণগ্রহী রেখে যান।
সহকারী অধ্যাপক মঞ্জরুল হাসান দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ফুসফুসে টিউমার ক্যান্সারে ভুগে আসছিলেন। এরই জের ধরে গত বুধবার ভোরে মৃতের অবস্থার ব্যাপক অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকায় হাসপাতালে নেয়া হয় এবং সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি দেখে আইসিইউতে ভর্তি করা হয় এবং আইসিইউতেই বুধবার রাত পৌনে ১২টার সময় কর্তব্যরত ডাক্তারগণ মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ফোনে ছড়িযে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের জানাজা নামাজ স্থানীয় দড়ি পাড়া কে এম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং তার অকাল মৃত্যুতে নামাজে যানাযায় ব্যাপক লোকসভা সমাগম ঘটে। সহকারী অধ্যাপক মঞ্জুরুল হাসান আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বিধায় তার জানাজা নামাজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মৃতের রুহের মাগফেরাত কামনা করেন। জানাজার নামাজ শেষে তাকে তার পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এলাকাবাসী একজন সুসংগঠক ও সমাজসেবক ব্যক্তিকে অকালে হারালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments