Sunday, May 19, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের ছাদের কুঠুরী থেকে বিরল ৪ গন্ধ গোকুল...

দেওয়ানগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের ছাদের কুঠুরী থেকে বিরল ৪ গন্ধ গোকুল প্রাণি উদ্ধার

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সরকারি বাসভবনের ছাদের এক নির্জন কুঠুরী থেকে বিরল ৪ গন্ধ গোকুল প্রাণি উদ্ধার করেছে বন বিভাগ। ১ এপ্রিল সোমবার দুপুরে বাংলাদেশ বন বিভাগের শেরপুর বনাঞ্চলের রেঞ্জ অফিসার মোঃ মঞ্জুরুল আলম, কর্মকর্তা সুমন সাহা সহ অন্যান্য কর্মকর্তাগণ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে গন্ধ গোকুল প্রাণিকে নিশ্চিত করে, পরে মা গন্ধ গোকুল প্রাণী সহ ৩টি বাচ্চা অতি কষ্টে উদ্ধার করা হয়। এর আগে গত কদিন ধরে গন্ধ গোকুল প্রাণিগুলোর অবস্থান স্থলে অনেকে পোলাও চালের সুবাশের মতো গন্ধ পাচ্ছিলেন। সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বাস ভবনের ছাদে কাজ করা কালে শ্রমিকরা গন্ধ গোকুল প্রাণি গুলোকে দেখতে পেয়ে ধারণা করে এসব বন বিড়াল। এসময় উৎসুক শশ নারী পুরুষের ভীড় জমে সেখানে। পরবর্তীতে বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এসব দেখে নিশ্চিত করে এগুলো গন্ধ গোকুল প্রাণি। দেওয়ানগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ^াস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, জামালপুর ডিবি-২ এর ওসি সোহেল রানা, ওসি (তদন্ত) হাবীব সাত্তি সহ অন্যান্যদের উপস্থিতিতে এসব গন্ধ গোকুল প্রাণি উদ্ধার করে শেরপুর রেঞ্জের বন বিভাগ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক কয়েকবারের সভাপতি, বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক বিল্লাল হোসেন, থানার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও উৎসুক এলাকাবাসী।

Most Popular

Recent Comments