Monday, May 20, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নের নির্বাচন ৯ মার্চ ॥ শেষ সময়ে প্রার্থীদের ঘাম ঝরানো...

দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নের নির্বাচন ৯ মার্চ ॥ শেষ সময়ে প্রার্থীদের ঘাম ঝরানো প্রচারনা

খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নের নির্বাচন ৯ মার্চ ২০২৪। নির্বাচন কে সামনে রেখে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের পদ প্রার্থীরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছেন। সেই সাথে নির্বাচিত হলে পরে এলাকার কি কি উন্নয়ন কাজ করবেন সেসব কথাও বলে বেড়াচ্ছেন। আশ^াস দিচ্ছেন আরো নানা কিছু। ভোট গ্রহণের শেষ সময়ে ঘাম ঝরানো প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মোক্তার হোসেন নয়াদিগন্তকে জানান, আগামী ৯ মার্চ ২০২৪ দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন পদ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়ে চূড়ান্ত বাছাইয়ে টিকে গিয়ে প্রচারনায় মাঠে রয়েছেন। চেয়ারম্যান পদ প্রার্থীরা হচ্ছেন, ছামু মিয়া (চশমা), মোঃ আবুল কালাম আজাদ (আনারস), মোঃ ওসমান গণি (মটর সাইকেল), মোঃ ছইম উদ্দিন (টেলিফোন), মোঃ জাহাঙ্গীর আলম পলাশ (টেবিল ফ্যান), মোঃ বাবুল মিয়া (অটো রিক্সা), মোঃ ছাইফুল ইসলাম (ঢোল) ও মোঃ সাজাহান মিয়া (ঘোড়া)। বাহাদুরাবাদ ইউনিয়নের ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ১১৮ এবং মহিলা ১৪ হাজার ৫৬৪ জন। রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, ২০১৮ সালে বাহাদুরাবাদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদপূর্ণ হবার পর ২৪ জানুয়ারি ২০২৪ ঐ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষিত হয়। এবার ভোট হবে গোপন ব্যালটের মাধ্যমে। উল্লেখ্য ১৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, চূড়ান্ত প্রার্থী তালিকা ১৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ হয় ২৩ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ ২০২৪। উপজেলা নির্বাচন অফিসার ও বাহাদুরাবাদ ইউনিয়নের নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মোক্তার হোসেন নয়াদিগন্তকে আরো জানান, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সবধরনের প্রস্তুতি রয়েছে।

Most Popular

Recent Comments