দেওয়ানগঞ্জ সংবাদদাতা ; ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কালে তদানিন্তন বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার দেওয়ানগঞ্জ থানার বেলতলী বাজার রেলক্রসিং স্থানে সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করার অপরাধে পাক হানাদার বাহিনী নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে তদানিন্তন বুয়েটের মেধাবী ছাত্র ও ছাত্র নেতা আনোয়ারুল আজিম ছানা কে। শহীদ আনোয়ারুল আজিম ছানা দেওয়ানগঞ্জ পৌরসভার বাদেশশারিয়াবাড়ী গুজিমারী গ্রামের সাবেক কাস্টম কর্মকর্তা মরহুম আলতাফ হোসেনের পুত্র। শহীদ ছানার স্বাধীনতা যুদ্ধে অবদানকে চির জাগরুপ করে রাখার লক্ষে স্বাধীনতার ৫২ বছর ধরেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠন, সাংবাদিক, এলাকাবাসী বেশ ক’টি দাবী দাওয়া জানিয়ে আসছিলেন সরকারের কাছে। এর মধ্যে তার গ্রামকে আজিম নগর করণ, বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি, কবরস্থানে কমপ্লেক্স নির্মাণ, রেল স্টেশন সড়ককে শহীদ ছানা সড়ক করণ, ঐ রোডে ছানা গেইট নির্মাণ, যে স্থানে সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন সেখানে স্মৃতি স্তম্ভ নির্মাণ সহ অন্যান্য। দীর্ঘ দিনেও এসব কিছু না হওয়ায় শহীদ ছানার ভাই প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জালালুল আজিম চিশতি তার ব্যক্তিগত অর্থায়নে কবর সংস্করণ সহ বেশ কিছু কাজ করেছেন। গঠন করেছেন শহীদ ছানা সমাজ কল্যাণ সংস্থা, এর মাধ্যমেও করে যাচ্ছেন সমাজ সেবা। ১৯ মার্চ মঙ্গলবার বেলতলী বাজার রেলক্রসিং স্থানে শহীদ ছানার পতাকা উত্তোলন স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণে স্থান নির্ধারনে সারা দিন ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় প্রশাসন। যথা শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানা গেছে। ঐ দিন উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল ইসলাম, রেলের কানুনগো সহ অন্যান্য।
Related Posts
মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলন কৃষকের গাছ বাগানসহ কৃষি জমি বিলিন
- AJ Desk
- March 25, 2024
মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে অবৈধ ড্রেজার বসিয়ে প্রভাবশালীদের মাটি বিক্রির ফলে এক কৃষকের গাছবাগানসহ […]
ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর: ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন
- AJ Desk
- May 18, 2024
লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে রাস্তা-ঘাট গুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর, ভটভটির অদক্ষ ড্রাইভারের দখলে! […]
মেলান্দহে বাড়িতে হামলা, ভাঙ্গচুর : মালামাল লুটপাটের ঘটনা
- AJ Desk
- May 21, 2024
মোহাম্মদ আলী : দাবি করা টাকা না পেয়ে বাড়ি ঘরে হামলা, মারধর ও মালামাল লুটপাটের […]