Monday, May 6, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ছাগল, সেলাই মেশিন ও পায়জামা...

দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ছাগল, সেলাই মেশিন ও পায়জামা পাঞ্জাবী বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জে সর্ব প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন কারী শহীদ আনোয়ারুল আজিম ছানার স্মৃতি রক্ষার্থে গঠিত হয় শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা। এ সংস্থার প্রধান পৃষ্টপোষক ও প্রধান উপদেষ্টা হচ্ছেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট সমাজ সেবক মোঃ জালালুল আজিম চিশতি। সংস্থাটি বছর ব্যাপী সমাজ সেবামূলক অনেক কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার বাদেশশারিয়াবাড়ী গুজিমারী আজিম নগর গ্রামে এক আলোচনা সভা, শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অস্বচ্ছল, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীদের মাঝে ছাগল, সেলাই মেশিন ও স্বেচ্ছা সেবকদের মাঝে পায়জামা পাঞ্জাবী বিতরন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ রেলওয়ের অবসর প্রাপ্ত টিটি সমাজ সেবক আলহাজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল আমিন জিহাদ সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক নুরউন নেছা শাহীন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার সদস্য আবীর, ইমতিয়াজ, মেজবাহ, ইসরাত, সৌরভ, আঃ কাদের, রাজু, আশিক, আবু রায়হান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শহীদ আনোয়ারুল আজিম ছানা আমাদের এলাকার কৃতি সন্তান। তিনি স্বাধীনতার স্বপক্ষের একজন বীর সেনানী। যাকে নিয়ে আমরা সবাই গর্ব করি। তিনি ছিলেন অকুতোভয় সাহসী, দেশ প্রেমিক, আর্দশের প্রতীক, মহৎ মানুষ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কালে বিহারী ও স্বাধীনতা বিরোধীদের একচ্ছত্র আধিপত্যের জায়গা দেওয়ানগঞ্জের বেলতলী বাজারে সর্ব প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে অতুলনীয় দেশ প্রেমিক ও অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। এর জেরে পরবর্তীতে বর্বর পাক বাহিনী ছানাকে নিজ বাড়ী থেকে ধরে নিয়ে গিয়ে মৃত্যুপুরী বলে পরিচিত বাহাদুরাবাদ ঘাটে নির্মম নির্যাতন চালায়। পরে তিনি মারা যান। তখন থেকেই তার পরিবার, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সাংবাদিক সমাজ ও এলাকাবাসী সরকারের কাছে দাবী জানিয়ে আসছিলেন তার স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতি সৌধ নির্মাণের। সম্প্রতি সরকারের পক্ষ থেকে ৪২ লাখ টাকা ব্যায়ে বেলতলী বাজারে পতাকা উত্তোলন স্থানে শহীদ ছানা স্মৃতি স্তম্ভ নির্মিত্ত হচ্ছে। এতে এলাকাবাসী খুব খুশি।

Most Popular

Recent Comments