Sunday, April 28, 2024
Homeরাজনীতিদ্বাদশ সংসদ নির্বাচন : যে কর্মসূচি দিল নুরের গণঅধিকার পরিষদ

দ্বাদশ সংসদ নির্বাচন : যে কর্মসূচি দিল নুরের গণঅধিকার পরিষদ

দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে আগামী ৬ জানুয়ারি সারাদেশে হরতাল ও ৭ তারিখ ভোটগ্রহণের দিন সারাদেশে গণকারফিউ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর।

শুক্রবার (৫ জানুয়ারি) পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।

একতরফা নির্বাচন বর্জন ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণমিছিলের আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নুরুল হক নুর বলেন, আপনারা নিজেরা (জনগণ) নিজেরাই আগামী ৭ তারিখ গণকারফিউ জারি করুন এবং গণকারফিউ পালন করুন। এই নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম বিদেশের চাপে সরকার হয়তো রাজনৈতিক সমাধানের পথে হাটবে। কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্যায়ন নেই। তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী ৬ তারিখ সারাদেশের জনগণ হরতাল ও ৭ তারিখে গণকারফিউ পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।

এমএইচএন/এমএসএ

Most Popular

Recent Comments