Friday, May 17, 2024
Homeজাতীয়দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বিপর্যয়ের মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা -এম এ আলীম সরকার

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বিপর্যয়ের মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা -এম এ আলীম সরকার

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অর্থ পাচারকারী এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ  অনুষ্ঠিত হয়  গতকাল শুক্রবার  জাতীয় প্রেসক্লাবের সামনে।  বাংলাদেশ গণমুক্তি পার্টি কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অর্থ পাচারকারী এবং নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  করা  হয়।

মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য লেখক অমূল্য কুমার বৈদ্য বলেন দেশের অপশাসন অপরাজনীতি চলছে। যার কারণে দ্রব্যমূল্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকার এব্যাপারে উদাসীন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণমুক্তির পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার বলেন, বাংলাদেশে একশ্রেণি মানুষের এখন দৃষ্টিভঙ্গি ভোগবাদী ও সুবিধাবাদী। এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সকলের জন্য অত্যান্ত ক্ষতিকর। দ্রব্যমূল্য, নারী ধর্ষণ, সামাজিক অনাচার ইত্যাদি বেড়েই চলেছে। এ ব্যাপারে সকলেরই সতর্ক ও সচেতনার সাথে কাজ করা দরকার। দেশে নিত্যপণ্যের মূল্য যেভাবে গত দুই বছর হলো বৃদ্ধি পাচ্ছে সেভাবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যয়ের মুখে পড়েছে। দেশে শতকরা ৪০ ভাগ মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না। ৭০ ভাগেরও বেশী মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে মানুষ এর প্রতিবাদ করতে পারছে না। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরী করে মেহনতি সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। জাতি ও রাষ্ট্র এই সিন্ডিকেটদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সরকার এব্যাপারে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। জাতি এই সিন্ডিকেটদের হাত থেকে পরিত্রান চায়।  দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ ব্যাপক দুর্নীতি। দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়েছে যা মানুষের রক্তকনিকার শিরা উপশিরায়। চলমান সময়ে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা সাধারণ জনগণের কথা ভেবে তা বাতিল করতে হবে। ধর্ষণের খবর টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ও দৈনিক পত্রিকায় ক্রমাগত প্রকাশিত হচ্ছে। সমাজে ধর্ষণ, পরকিয়া, আত্মহত্যা ও হত্যা ইত্যাদি যে রূপ নিয়েছে, তাতে আমাদের জাতির ভিতরে দারুন অবক্ষয় দেখা দিয়েছে। আহ্বায়ক এম এ আলীম সরকার আরো বলেন, আমরা জনজীবনের এসবের সমাধান চাই। আরো বক্তব্য দেন, অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, দিপু কিবরিয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী এলিজা রহমান।

Most Popular

Recent Comments