Monday, May 6, 2024
Homeদেশজুড়েজেলার খবরধনবাড়ীতে ভূমি বিরোধের জের ধরে মামলা

ধনবাড়ীতে ভূমি বিরোধের জের ধরে মামলা

ধনবাড়ী প্রতিনীধি : মো: মজিবর রহমান বিগত ২৯/১২/২০২৩ তারিখে তার নিজস্ব ভূমিতে গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ শহিদুল ভূমি সংক্রান্ত বিরোধে জের ধরে মৃত্যুর হুমকি প্রদর্শন করায় মজিবর রহমান শহিদুলদের ৫ জনকে আসামী করে টাঙ্গাইল কোর্ট ১০৭ ধারা একটি মামলা ধায়ের করায় আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে ০৫/০১/২০২৪ তারিখে মজিবর গংদের এলোপাথারি মারপিট করায় মজিবর রহমান বাদী হয়ে ১৫/১/২০২৪ তারিখে একটি টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় গত ১২/২/২০২৪ তারিখে শহিদুল বাদী হয়ে টাঙ্গাইল কোর্টে ১১ জন আসামী করে মামলা দায়ের করেন। তথ্য নিয়ে যানা যায় ১১ জন আসামীর মধ্যে ৪ জন আসামী তাদের কর্মস্থলে ছিলেন। ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা পাওয়া যায় না। মামলায় উল্লেখ ২ ঘটিকায় মারামারি হয়েছে ঐ সময় ও ঐ তারিখে ২ নং আসামী জনাব মোফাজ্জল হোসেন পিতা হাফিজুর রহমান তার কর্মস্থল শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮.৩৫ হইতে ২.০৮ ঘটিকা পর্যন্ত কর্মরত ছিলেন। ৪ নং আসামী মোশারফ হোসাইন পিতা হাফিজুল রহমান ঐ দিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ হাসপাতালে সকাল থেকে ২.৩০ ঘটিকা পর্যন্ত কর্মস্থলে ছিলেন। ৬ নং আসামী সামছুল হক (শামছু মাষ্টার) পিতা মৃত. সেকান্দর নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০ ঘটিকা হইতে ৪.৩০ ঘটিকা পর্যন্ত কর্মস্থলে ছিলেন। ১ নং আসামী মজিবর রহমান মামলার প্রয়োজনে ঐ দিন টাঙ্গাইল ছিলেন বলে তার দেয়া তথ্য থেকে জানা যায়। সরজমিনে গাছ কর্তনের কোন চিহ্ন পাওয়া যায় নাই। এলাকাবাসি নাম প্রকাশে অনিচ্ছুক বলেন মূলত মামলাটি আসামী পক্ষকে হেয় পতিপন্ন করা। তারা পরষ্পর প্রতিবেশি, বাদী বিবাদীর সর্বসাং নরিল্যা ধনবাড়ী, টাঙ্গাইল। উল্লেখিত আসামীদের স্ব-স্ব কর্মস্থলের উপস্থিতি ছাড়পত্র রয়েছে বা দেখা যায়।

Most Popular

Recent Comments