Friday, May 3, 2024
Homeদেশজুড়েজেলার খবরধনবাড়ীতে ৬টি ইটভাটা বন্ধ এবং ৩৪ লাখ টাকা জরিমানা

ধনবাড়ীতে ৬টি ইটভাটা বন্ধ এবং ৩৪ লাখ টাকা জরিমানা

ধনবাড়ী সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ীতে ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা বন্ধ ও ৩৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চত করেছেন।
গত সোমবার ১২ ফেব্রুয়ারি দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় মেসার্স এমএমবি ব্রিকস পাঁচ লাখ টাকা, মেসার্স আকাশ এন্টারপ্রাইজ ছয় লাখ টাকা, মেসার্স নবাব ব্রিকস ছয় লাখ টাকা, মেসার্স সাবিব ব্রিকস পাঁচ লাখ টাকা, মেসার্স জননী ব্রিকস ছয় লাখ টাকা এবং মেসার্স রাজীব এন্টারপ্রাইজের মালিককে ছয় লাখ টাকা জারিমনা করা হয়। এছাড়া এসব ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম ও সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তারা জানান আগামী দিনেও এধরণের অভিযান অব্যহত থাকবে।

Most Popular

Recent Comments