Wednesday, June 26, 2024
Homeবিনোদননতুন লুকে আনুশকা, ছবি ভাইরাল

নতুন লুকে আনুশকা, ছবি ভাইরাল

অভিনয় ছাড়াও অভিনেত্রী আনুশকা শর্মার অপরূপ সৌন্দর্য নজর কাড়ে সবার। শুধু কি সৌন্দর্য? ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স সবকিছুতেই এগিয়ে তিনি। তার ত্বক, চুল ও পোশাকের স্টাইল অনেক নারীর কাছে আগ্রহের বিষয়।

সম্প্রতি তিনি নতুন হেয়ারস্টাইলে নিজেকে মেলে ধরেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার নতুন লুক।

ইনস্টাগ্রামে হেয়ারস্টাইলিস্ট রশিদ সালমানি অভিনেত্রীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে আনুশকা তার পেছনে পোজ দিয়েছেন যখন তারা ক্যামেরার দিকে হাসছিলেন। সেখানে একটি বাদামি চুলের রঙে তাকে দেখা গেছে।

ছবি শেয়ার করে রশিদ ক্যাপশনে লিখেছেন, ‘চমৎকার আনুশকা স্টাইল করার সম্মান পেয়েছি!’

পোস্ট করা ছবিতে ‘একটি সুন্দর হাসিসহ এই সুন্দর মুখ, সেই উজ্জ্বল ত্বক এবং পূর্ব সুন্দর চোখ, এছাড়াও আনুশকা একজন সুন্দর মানুষ’, ‘খুব সুন্দর লাগছে’, ‘কি সুন্দর মানুষ। এটা তার মুখে প্রতিফলিত হয়’, ‘মা হওয়ার পর আরও সুন্দর হয়ে গেছেন আনুশকা’— এমন সব মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স।

এই বছরের ফেব্রুয়ারিতে অনুশকা এবং বিরাটের ঘরে আসে তাদের দ্বিতীয় সন্তান। এই জুটি ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন। তাদের মেয়ে, ভামিকা, ২০২১ সালে জন্মগ্রহণ করে।

Most Popular

Recent Comments