Monday, June 17, 2024
Homeখেলাধুলাযথেষ্ট অনুশীলনের সুযোগ-সুবিধা পাননি, অভিযোগ সাকিবের

যথেষ্ট অনুশীলনের সুযোগ-সুবিধা পাননি, অভিযোগ সাকিবের

আমেরিকার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন সাকিব আল হাসান। জানিয়েছেন সিরিজ শুরুর আগে পর্যাপ্ত অনুশীলন না করতে পারার কথা। এমনকি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যতটা সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেটাও পাননি বলে মনে করেন টাইগার এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’

সাকিব আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।’

সাকিব জানালেন কোনো দলকে হালকাভাবে নেওয়ার কিছু নেই, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।’

‘টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’

Most Popular

Recent Comments