Saturday, May 18, 2024
Homeজামালপুরনারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুরে মহিলা পরিষদের সাংবাদিকদের সাথে...

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুরে মহিলা পরিষদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ রায়হানা রহমান লতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজন্তা রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক এমএ জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী ও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা। এসময় ডিবিসি’র জামালপুর জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, মাই টিভির জেলা প্রতিনিধি শামীম হোসেন ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহাম্মেদ হীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ তার জন্মলগ্ন থেকেই দেশের সকল মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ন ভুমিকা রেখে আসছেন। বর্তমান সরকারের নানা শুভ উদ্যোগে নারী সমাজের ব্যাপক অগ্রগতি সাধিত হলেও বৈষম্য, সহিংসতা এবং নানা মাত্রিক নারী নির্যাতন এখনও মারাত্বক ঝুকিপূর্ন অবস্থায় আছে। এই সঙ্কটের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদ জামালপুর জেলা শাখা নিরন্তর কাজ করে যাচ্ছে। বক্তরা সাংবাদিদকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমেই আমরা নারীর প্রতি সকল অনাচার প্রতিরোধ করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি এবং আমাদের মানবাধিকারের আন্দোলন বেগবান হবে।

Most Popular

Recent Comments