নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুর নালিতাবাড়ী পৌরশহরের সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হলো শিশু ও বসন্তবরণ উৎসব। উৎসবে যাপিত জীবনের সীমাবদ্ধ গ-ি পেরিয়ে গাওয়া হলো বসন্তের গান। মঙ্গলবার সকাল ১০ টায় আয়োজনে প্রথমেই ছোট্ট শিশুরা লালপেড়ে হলুদ শাড়ি, খোঁপায় গাঁদাফুলে বসন্ত ঋতুর সাজে আবীর মেখে বসন্ত উৎসবের শুভ সূচনা করে। এরপর বসন্তের আবাহন পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী। পরে সেঁজুতি অঙ্গন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা লাল আর বাসন্তী রঙের সাজে। গুণগুণিয়ে সুর ওঠে বসন্ত জাগ্রত দ্বারে! সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত হয় বসন্তকথন পর্ব। এই পর্বে বক্তব্য উপস্থাপন করেন নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ তৌহিদুল ইসলাম খোকন, অভিভাবক সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, লিটন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
নালিতাবাড়ীতে শিশু ও বসন্তবরণ উৎসব পালিত
