Sunday, April 28, 2024
Homeরাজনীতিনির্বাচন বর্জনের দাবিতে টানা ৩ দিন গণসংযোগ করবে ইসলামী আন্দোলন

নির্বাচন বর্জনের দাবিতে টানা ৩ দিন গণসংযোগ করবে ইসলামী আন্দোলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে টানা তিন দিন গণসংযোগ করবে ইসলামী আন্দোলন। আগামী ২৭-৩০ ডিসেম্বর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবে। এ ছাড়া আগামী ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে দলটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এসব কর্মসূচি ঘোষণা দেয় দলটি।

সভায় নেতারা বলেন, এক তরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে ২৭-৩০ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনবিরোধী প্রচারণা ও গণসংযোগ এবং এক তরফা প্রহসনের নির্বাচন বাতিল ও অবৈধ পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করা হবে। ওইদিন বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জমায়েত শেষে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নূরুল ইসলাম আল আমিন, জিএম রুহুল আমিন, মাওলানা শোয়াইব হোসেন, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন প্রমুখ।

এমএম/এসএসএইচ

Most Popular

Recent Comments