Monday, May 13, 2024
Homeদেশজুড়েপানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী মারা গেছেন, শুক্রবার দাফন

পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী মারা গেছেন, শুক্রবার দাফন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম আরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগরের যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় মরহুমার মরদেহ আনা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত বনানী কবরস্থানে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মায়ের কবরের পাশে লায়লা শামীম আরাকে দাফন করা হবে। লায়লা শামীম আরা দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ

Most Popular

Recent Comments