Thursday, May 2, 2024
Homeশেরপুরপারিবারিক দ্বন্দ্বে খুন হলেন আমেরিকান প্রবাসী

পারিবারিক দ্বন্দ্বে খুন হলেন আমেরিকান প্রবাসী

শেরপুর সংবাদদাতা : শেরপুরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে খুন হলেন আমেরিকান প্রবাসী আব্দুল হামিদ জীবন (৪৮)। গত রোববার ভোরে শেরপুর জেলার সদর উপজেলার চর পক্ষীমারি ইউনিয়নের চুনিয়ার চর গ্রামের ব্রহ্মপুত্র নদের বালু চর থেকে জীবনের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জীবন শহরের নৌহাটা মহল্লার সুরুজ্জামান মাস্টারের ছেলে। প্রায় ২৫ বছর আগে আমেরিকা গিয়ে সেখানে বসবাস করে সে দেশের নাগরিকত্ব পেয়ে গত প্রায় এক বছর পূর্বে দেশে এসে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আমেরিকা প্রবাসী জীবনের হত্যার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে ৬ জনকে গ্রেপ্তার পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হত্যাকা-ের বিবরণ প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে মৌখিক ও লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোনালিসা বেগম জানায়, জীবনের প্রথম স্ত্রী আমেরিকায় থাকেন। সেখানে তার স্ত্রীর সন্তান না হওয়ায় দেশে এসে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ে তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য মেনে নেয়নি। জীবনের এ বিয়েকে কেন্দ্র করেই বাবা-মা ও ভাই-বোনদের সঙ্গে নানা বিবাদ-দ্বন্দ্বে জড়িয়ে ৪/৫ টি মামলা দায়ের ঘটনা ঘটে ছেলে ও বাবার সঙ্গে। সর্বশেষ জীবনের বাবা ও মা তার অনুপস্থিতিতে তার ভাড়া বাসায় যায়। সেখানে গিয়ে তার ৫ মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী আতিয়াকে নির্যাতন করে পেটের সন্তান নষ্ট করে। এ মামলায় দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে আসে। এই জেদেই জীবনের বাবা ও পরিবারের অন্যান্য সদস্য জীবনকে হত্যার পরিকল্পনা করে। এ পরিকল্পনার অর্থের জোগান দেন জীবনের আরেক প্রবাসী ভাই। গত ৩১ মার্চ রাতে রূপা নামে এক মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এরপর জীবনের পরিচিত শাহীন, কালু, ময়নাল, মুকুলসহ সাবেক এক ইউপি চেয়ারম্যানকে দিয়ে প্রত্যন্ত ওই চরাঞ্চলে আটক রেখে জীবনের দ্বিতীয় স্ত্রীর কাছে ৯৩ হাজার টাকার মুক্তিপণের নাটক সাজায়। এরপর গভীর রাতে জীবনকে ওই ব্রহ্মপুত্র নদের বালুচরে ধারালো ছুরি দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকা- হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোনালিসা বেগম এবং নিহতের দ্বিতীয় স্ত্রী আতিয়া অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত ২ জন নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তারা জীবনকে ছুরি দিয়ে আঘাত করার জন্য জীবনের ছুটাছুটিতে নিজেদের ছুরিতে আহত হয়। আসামীদের ১ এপ্রিল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার মোবাইল কল রেকর্ডও রয়েছে বলে পুলিশ সুপার জানায়।

Most Popular

Recent Comments