Friday, May 17, 2024
Homeঅর্থনীতিপোশাক শ্রমিকদের ‘ভাগ্য নির্ধারণী’ সভা চলছে, বাইরে বিক্ষোভ

পোশাক শ্রমিকদের ‘ভাগ্য নির্ধারণী’ সভা চলছে, বাইরে বিক্ষোভ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভা শুরু হয়েছে। এ সভায় গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের কথা রয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে বেলা ১২টা ২০ মিনিট থেকে শুরু হয়ে চলছে রুদ্ধদার এ বৈঠক। এদিকে মজুরি বোর্ডের সামনে অধিকার আদায়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শ্রমিকরা।

সভায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সিরাজুল ইসলাম রনি। অপরদিকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সিদ্দিকুর রহমান।

dhakapost

এর আগের সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। আর মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। উভয়পক্ষ প্রস্তাবনায় তাদের যৌক্তিকতা তুলে ধরেন। 

শ্রমিক সংগঠনের ব্যানারে মজুরি বৃদ্ধি গার্মেন্টস আন্দোলনের নেতার বলছেন, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের গ্রেপ্তার-হত্যা-মামলা-ছাঁটাই-নির্যাতন বন্ধ করতে হবে।

Most Popular

Recent Comments