Thursday, May 9, 2024
Homeজামালপুরবকশীগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জনসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বিট পুলিশিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গত মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ১০ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক শিশির আহমেদ, সহকারী বিট অফিসার এএসআই চিত্ত রঞ্জন প্রমুখ।
বকশীগঞ্জ থানার ওসি থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গঠন, আত্মমনোবল বৃদ্ধি করা, মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন।
তিনি বলেন, নিজের জীবনকে তোমরা ভালবাসতে শিখো। জীবনটা কোন ঠুনকো বিষয় নয় যে, সামান্য আঘাত পেলেই আতাহত্যা করতে হবে। আত্মহত্যা করা কোন সমাধান নয়। প্রত্যেকেরই নিজের প্রতি , সমাজের প্রতি , রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। তাই সকল অপসংস্কৃতি, সকল অনাচার থেকে বের হয়ে সুন্দর জীবন গঠনে তোমাদের আগামি দিনে অগ্রনী ভূমিকা রাখতে হবে।

Most Popular

Recent Comments