বকশীগঞ্জে জামায়াতের সাধুরপাড়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধুরপাড়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ঊুধবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাট বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধন করেন জামায়াতের নেতৃবৃন্দ। দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর।